বাজাজ পালসারের দামে বড় পরিবর্তন, হয়ে গেল প্রায় হাফ দাম, রইল দাম সহ বিস্তারিত!









নিজস্ব প্রতিবেদন :- প্রত্যেক ছেলের একটা গোপন ইচ্ছা থাকে থাকে এবং সেই ইচ্ছাটা হল যে তাদের বাড়িতে দাঁড় করানো থাকবে একটি দামি সুন্দর স্বপ্নের বাইক । কিন্তু বর্তমানে যে হারে দাম বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের তাতে আগামী দিনে বাইক প্রেমীদের কপালে চি-ন্তার ভাঁ-জ আরো প্রশস্ত হতে চলেছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই । আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাইক নির্মাণ কোম্পানি গু-লি তাদের বাইকের দাম ধীরে ধীরে বাড়িছে ।




কারণ বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রাখার জন্য তাদের এমনটা করা খুব দরকার । অপরদিকে এই দাম বৃদ্ধি পাওয়াতে বিপন্ন হয়ে পড়েছে বাইক প্রেমীদের স্বপ্ন । প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে প্রতিটি বাইকের দাম বৃদ্ধি করা হয়েছিল তবে এবার পুনরায় বাড়ানো হলো ভারতের সবথেকে বড় ব্র্যান্ডের বাইক কোম্পানি বাজাজ পালসার এর দাম ।




একদমই ঠিক শুনেছেন বাজাজ পালসার তার এনএস মডেলের দাম গুলি বাড়িয়েছে অত্যাধিক পরিমাণে যার ফলে বাইক প্রেমীদের কপালে সৃষ্টি হয়েছে চিন্তার ভাঁজ । আসুন জেনে নেই বর্তমান মূল্য কত । তবে আপনাদেরকে একথা জানিনা কি দাম বাড়লেও বাইকের গঠনগত পরিবর্তন করা হয়নি । এখন বাজাজ পালসার এনএস১৬০ টুইন ডিস্কের দাম ২,১৩১ টাকা বেড়ে হয়েছে ১,১৪,৩২৩ টাকা।




যেখানে আগে দাম ছিল ১,১২,১৯২ টাকা।পালসার এনএস২০০ ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৬৫০ টাকা থেকে ৪,১৯২ টাকা বেড়ে বর্তমান দাম হয়েছে ১,৩৮,৮৪২ টাকা।পালসার আরএস২০০ ভ্যারিয়েন্টের দাম ৫,০০৫ টাকা বেড়ে হয়েছে ১,৬১,৮০৫ টাকা। পূর্বের দাম ছিল ১,৫৬,৮০০ টাকা। অতএব আপনি বুঝতে পারছেন যে কি হারে বেড়েছে বাইকের দাম ।











