বন্যায় ভে-সে গেছে গ্রাম, সেই জলে যুবতীর দারুন কায়দায় জাল ফেলতেই উঠে এলো বিশালাকার মাছ, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- মাছে-ভাতে বাঙালি’ এটি বহু প্রচলিত একটি কথা অর্থাৎ বাঙালিরা ভাত খেতে অত্যন্ত বেশি ভালোবাসে । কিন্তু মাছ পাওয়ার জন্য অবশ্যই পুকুর বা নদী থেকে মাছ ধরা টাও জরুরী । কিন্তু ধরবে কে? এই প্রশ্ন বারবার উঠে আসে । আপনারা যদি কোনদিন গ্রামগঞ্জে যান বা যেখানে মাছ ধরা হয় সেখানে যদি দেখেন তাহলে যে জিনিসটি সাধারণত ভাবে লক্ষ্য করবেন সেটি হল যে বাড়ির কোন পুরুষ মাছ ধরার কাজ করে থাকে।





শুধুমাত্র পুকুরে গেলাম মাছ দেখতে পেলাম তুলে নিয়ে চলে এলাম সেরকম ভাবে হয় না । যে সমস্ত মাছ ব্যবসায়ীরা প্রতিদিন মাছ ধরে তাদের কাছে গেলে আপনি বুঝতে পারবেন যে ঠিক কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় । কারণ এত বড় একটি জালকে মাথার উপর ঘুরিয়ে সঠিকভাবে জলের মধ্যে ফেলা মোটেও সহজ ব্যাপার নয় । শা-রী-রিকভাবে প্র-চণ্ড প-রিশ্রম করতে হয় তাদেরকে ।





কিন্তু কখনো কি এমন দেখেছেন পুরুষের বদলে সেই একই কাজ করছে কোন বাড়ির মহিলা .? দেখেননি তো ? দেখা গেল এই ভিডিওতে । সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে সেখানে দেখানো হয়েছে যে এক মহিলা পুকুরের মধ্যে বলাবাহুল্য একটি নদীর মধ্যে সঠিক পদ্ধতিতে এত বড় ভারি একটি জাল কে ফেলে মাছ ধরার চেষ্টা করছে ।





এবং এই ভিডিও তার সাথে সাথে এটাও প্রমাণ করার চেষ্টা করছে যে সমাজের অগ্রগতিতে নারীদের ভূমিকা অনেকখানি ।বর্তমান প্রজন্মের নারীরা শুধুমাত্র রান্না ঘর সংসার সামলাতে নয় বরং সমস্ত কাজে স্বাবলম্বী তারা । জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি পারে না বর্তমান যুগের নারীরা? এবং তার একটি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে এই ভিডিওর মাধ্যমে ।














