“নিখিল চ্যাপ্টার আপাতত এবার আপনারা ক্লোজ করুন প্লিজ, ও আমার বর না, শুধু স-হ-বা-স করেছি”- বললেন নুসরত!











নিজস্ব প্রতিবেদন :- ফের আরও একবার টলিউডে ঘ-নীভূত হ-চ্ছে বি-চ্ছেদের মে-ঘ । আমরা দেখেছি এর আগে বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রী জীবনে এই মে-ঘ ঘ-নীভূ-ত হয়েছে এবং প্র-বল বৃষ্টির ফলে ভে-সে গেছে তাদের সম্পর্ক । এবার সেই তালিকায় নাম জুড়ে গেল অভিনেত্রী নুসরাত জাহানের । অভিনয় জগতে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে সাফল্য বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি । অন্তত এই ঘটনা তেমনটাই প্রমাণ করছে বারবার । সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে নুসরাত জাহান । তার পাশাপাশি উঠছে হাজার প্রশ্ন।





খোকা ৪২০ সিনেমার মাধ্যমে নুসরাত জাহান আ-ত্মপ্রকাশ করেন নিজেকে একজন অভিনেত্রী হিসেবে । তারপর তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। কেউ । মুহূর্তের মধ্যে খবরের শিরোনাম দখল করতে শুরু করলো এই অভিনেত্রী । একের পর এক দুর্ধর্ষ সিনেমা মাধ্যমে মন জয় করতে থাকলো বাংলার দর্শকদের । তার পাশাপাশি তিনি নিজেকে সীমাব-দ্ধ রাখেননি অভিনয় জগতে । তিনি পাড়ি দিলেন রাজনৈতিক জগতে এবং সেখানেও পেয়েছিলেন সফলতা তাইতো তিনি এই বাংলা দায়িত্ববান সাংসদ কিন্তু প্রশ্ন থেকে অন্য জায়গায়।





বেশ কিছুদিন আগে নুসরাত জাহান একটি ছবিতে অভিনয় করেন যার নাম হচ্ছে এস এস কলকাতা । এই ছবিতে অভিনয় করার সময় অভিনেতা যশ সেনগুপ্ত সাথে সম্পর্ক ঘ-নিষ্ঠ এবং তার প্রেমে লি-প্ত হয় ।যদিও প্রথম দিকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ ছিলেন অভিনেত্রী । কিন্তু এখন হয়তো এই ঘটনা অনেকেই জেনে গেছে । নিখিল জৈন সাথে দীর্ঘ সাত মাস বিচ্ছেদের পর কয়েক দিনের মধ্যেই তাদের আ-ইনি বি-চ্ছেদ করবে এমনটাই জানালেন নিখিল জৈন । তবে এবার বি-স্ফো-রক মন্তব্য করলেন নুসরাত জাহান ।





বেশ কিছুদিন আগে নুসরাত জাহান বিবাহ করেন নিখিল জৈন নামে এক ব্যবসায়ীকে। তাদের বিয়ে তুরস্কে হয়েছিল কিন্তু বি-চ্ছেদের এই মে-ঘ ঘ-ন হওয়ার সাথে সাথেই নুসরাত স্পষ্টভাবে জানান যে ‘তুরস্কের বিয়ে বৈ’ধ নয়, আমি তার সাথে শুধুমাত্র লিভইন করতাম’ । তাই বি-চ্ছেদে কোন প্রশ্নই ওঠে না । এমনকি তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়নি অর্থাৎ আইনগত বিয়ে হয়নি তাদের । এমনটা জানান তিনি । তার পাশাপাশি তাঁর ইনস্টাগ্রাম থেকে নিখিলের সাথে বিয়ের অন্যান্য যাবতীয় যা যা ছবি ছিল তা সরিয়ে ফেলেছেন ইতিমধ্যে নুসরাত জাহান । এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি ছিলো সেটি দেখা মিলছে না তার ইনস্টাগ্রাম প্রোফাইল। এ তাই অনেকের মনে প্রশ্ন আসছে নুসরাত জাহান কি তাহলে নিখিলকে শুধুই ব্যবহার করলেন?














