আনমনা হয়ে স্কুটিতে স্টার্ট দিতেই চাকা থেকে বেরিয়ে বড় কিং কো-ব’রা, অল্পের জন্য রক্ষা পেলেন যুবতি, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- স্মার্টফোনের সহজলভ্যতার বলে আমরা ক্রমাগত সোশ্যাল মিডিয়ার সাথে আরো বেশি পরিমাণে যুক্ত হওয়ার সুবিধা পাচ্ছি। সোশ্যাল মিডিয়া বলতে আমরা প্রধানত বুঝি ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব , প্রভৃতি জনপ্রিয় অ্যাপ্লিকেশন গু-লিকে। লক্ষ্য করলে দেখা যাবে বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে।





গতবছর ক-রোনা আবহে ল-কডা-উনে ঘর ব-ন্দী অবস্থায় থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সময় কা-টা-নোর চেষ্টা করতেন। চলতি বছরেও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি। নানা ধরনের গান নাচ প্রভৃতি ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানান ধরনের বিষয় সম্পর্কে জানতে পারি। যদিও সোশ্যাল মিডিয়ার বিশেষভাবে কিছু খারাপ দিকও রয়েছে।





যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে অনেকের মনেই অ-বসা-দ সৃষ্টি হচ্ছে। অনেকেই আবার অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার আ-সক্তিতে ভুগছেন। তাই আজকাল চি-কিৎ-সকেরা যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কথা বলেছেন। তবে সোশ্যাল মিডিয়া অনেক মানুষকেই পরিচিতি লাভ করার সুযোগ করে দিয়েছে।আজকে আমরা এমনই এক ভাইরাল ভিডিও সম্পর্কে আলোচনা করব।





তুমুল ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে,বাড়ির মধ্যে থাকা পার্কিং হলে বাইকের পেছনে লু-কিয়ে ঘা-পটি মেরে ব-সে ছিল বি-ষাক্ত কিং কো-বরা সা-প। উ-দ্ধারকারীদের দল এসে এই সা-পটিকে উ-দ্ধার করে। প্রথমে সা-পটিকে উ-দ্ধার করতে গিয়ে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় উ-দ্ধারকা-রীদের। কিন্তু পরবর্তীতে তারা সহজেই সাফল্য লাভ করেন। ভিডিওটি ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিওটি কে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন।














