খোলা দেশলাইয়ের খাপ দিয়ে দারুণ কায়দায় এরোপ্লেন বানালেন ইঞ্জিনিয়ার যুবক, উড়লো আকাশে, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- আমরা যে সমস্ত শিক্ষা গ্রহণ করে থাকি সেগুলো এখনও কখনো পরবর্তী ক্ষেত্রে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করে থাকি । অর্থাৎ ছোটবেলা থেকেই বাড়ির বাচ্চাদের ইচ্ছে হয়ে থাকে হেলিকপ্টার বা অন্য কিছু যানবাহন চালানো । কিন্তু যত বড় হয়ে আমরা ততই তাদের প্রতি আগ্রহ কমে যেতে শুরু করে । ছোটবেলাতে যে সমস্ত জিনিস গুলো কে আমরা ভাবতাম বড় হয়ে যদি কোনো কারণে সেই সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করা যায় তাহলে তার আনন্দ বলে প্রকাশ করার মতন থাকবে না ।





ঠিক তেমনি ঘটলো এই ব্যক্তির সাথে। আধুনিক হতে গিয়ে আমরা অনেক উন্নত হয়েচি । তার সাথে সাথে বিভিন্ন যানবাহন এবং য-ন্ত্রপাতির আবিষ্কার করেছি। কিন্তু কীভাবে সে য-ন্ত্রপাতিগুলো আবিষ্কার হয় তা হয়তো অনেকেই জানেন না। কিন্তু বাড়িতে সহজ পদ্ধতিতে অভিনব কায়দায় বানিয়ে নেয়া যেতে পারে যে হেলিকপ্টার প্রসঙ্গত উল্লেখ্য এই হেলিকপ্টারে কোন মানুষকে ছাপানো যাবে না বরং বলতে পারেন যে হেলিকপ্টারের দাম ও মডেল হিসেবে এটি তৈরি করা যেতে পারে শুধুমাত্র মেসেজ বক্স এবং কিছু দেশলাই কাঠির মাধ্যমে ।





সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখানো হয়েছে এক ব্যক্তি শুধুমাত্র একটি দেশলাই বাক্স বা ম্যাচিস বক্স নিয়ে কিভাবে সুন্দরভাবে একটি হেলিকপ্টার বানিয়েছেন । ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটি প্রথমে চারটি দেশলাই কাঠি কে হেলিকপ্টার ল্যান্ডিং সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে । তারপর তার মধ্যে যোগ করে দিয়েছে একটি ছোট মটর যা রিমোট কন্ট্রোলের সাহায্যে চালিত করা হয় ।





এবং সে মধ্যে লাগিয়ে দেয়া হয়েছে ছোট্ট প্লাস্টিকের পাখনা ।এরপর যখনই ওই ব্যক্তি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালু করছে তখনই উপরে থাকে সেই পাখনা গুলির ঘুরতে শুরু করছে । এবং অনায়াসে হেলিকপ্টারটি মাটির উপরে উঠতে শুরু করেছে ।তবে এর উচ্চতা খুব একটা বেশি নয় । ইতিমধ্যে তার এই পদ্ধতি পছন্দ করেছেন অনেকে ।তাইতো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ।














