টিভিতে মা শুভশ্রীর নাচ দেখে ইউভানের কান্ড দেখুন, মা শুভশ্রীর নাচের তালে নিজেদের ফ্ল্যাটে সোফায় বসে নাচলো ইউভানও, ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- চোখের সামনে খুলে দেয়া হয়েছে মস্তবড় একটি টিভি এবং সে টিভিতে চলছে মায়ের অভিনীত একটি ছবির গান ।। সেই দৃশ্য দেখে বিছানা মধ্যে বসে বসেই নাচতে শুরু করে দিলেন ছোট্ট একরাত্রির পুত্র ইউনহান চক্রবর্তী । আমরা জানি যে সন্তান জন্মগ্রহণ করার পর থেকেই জনপ্রিয়তার নিরিখে তুঙ্গে পৌঁছে গেছে এই ছোট্ট বাচ্চা ছেলেটি ।




ইতিমধ্যে তার নামে খুলে ফেলা হয়েছে একটি ফ্যান পেজ । সেই পেজ থেকে প্রতিনিয়ত তার সম্পর্কিত যাবতীয় ঘটনা এবং ভিডিও প্রকাশ করা হয় । যার ফলে প্রতিনিয়ত বাড়তে থাকে তার জনপ্রিয়তা । অভিনয়জগতে সাথে যুক্ত থাকা শুভশ্রী গাঙ্গুলী কে নিয়ে নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখেনা । শুভশ্রী চক্রবর্তী সম্পর্কে এমন কোন বিষয় নেই যেটা আপনাদের অজানা ।




অভিনয় জগতে পদার্পণ থেকে শুরু করে বিয়ে করা এবং কোল আলো করে ছোট্ট একটা পুত্রসন্তান আসা অব্দি সমস্ত খুঁটিনাটি বিষয়ে আপনাদের নখদর্পণে । তবুও আপনাদের কেমনটা বলতেই হয় যে এই বাংলার অভিনয় জগতে শুভশ্রী গাঙ্গুলীর মতন অভিনেত্রী পাওয়া রীতিমতো কঠিন ব্যাপার । কারণ যেমন তার মিষ্টি হাসি তেমনই তার অভিনয় দক্ষতা । সম্প্রতি তার ছেলের একটি ভিডিও প্রকাশ করেছেন শুভশ্রী গাঙ্গুলী ।




সেখানে দেখা যাচ্ছে যে বিছানার মধ্যে বসে রয়েছে তার ছেলে এবং সামনে টিভিতে চলছে শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ছবির একটি গান । সাথে রয়েছে জিৎ এবং মায়ের নাচ টিভিতে দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি ছোট্ট বাচ্চা ছেলেটি । তাই বিছানায় বসে বসে কোমর দোলাতে শুরু করে দিয়েছে সে ।ইতিমধ্যে আদর মাখা এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ।।ছড়িয়ে পড়েছে সর্বত্র এসেছে অনেকখানি মন্তব্য ।











