বাবার কাঁধে উঠে বাবার চোখে মুখে মা-র’লো ছেলে ইউভান, চিৎ-কা’র করে উঠলো রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন পরিচালক রাজ চক্রবর্তীর পুত্র ইউভান চক্রবর্তী।কখনো সুদূর বিদেশে তার ছবি কোন বিখ্যাত ক্রিকেটার এর পুত্র হিসেবে আবার কখনো কোন বলিউড অভিনেতার সন্তান হিসেবে ভাইরাল হয়। কিন্তু এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় রাজ–পুত্রের ভক্ত সংখ্যা কম নয়। মা শুভশ্রী অথবা বাবা রাজ যেই ছবি শেয়ার করুক না কেন মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।





এই মিষ্টি হাসির খুদেকে অনেকেই অত্যন্ত পছন্দ করেন। এমনকি তার জন্মের পর থেকে নিজে সমস্ত ত্যাগ স্বীকার করে অভিনয় জগৎ থেকে সম্পূর্ণরূপে দূরে সরে গিয়েছেন মা শুভশ্রী। সারাটা দিন ছেলেকে লালন—পালন করার জন্য ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি কিছুদিন আগেই রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে জমকালোভাবে ইউভানের পাঁচ মাসের মুখে ভাতের অনুষ্ঠান এবং ছয় মাসের জন্মদিন পালন করা হয়েছে।





বেশ জাঁকজমক সহকারেই অনুষ্ঠান করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। নিজের একমাত্র ছেলের জন্য কোনরকম খামতি রাখতে চাননি তিনি।রাজশ্রী জুটির এই পুত্র ইতিমধ্যেই সারা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। এমতাবস্থায় আবারও তার সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় শোরগোল সৃষ্টি করে তুলল। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাবা রাজ চক্রবর্তীর কাঁধে চেপে রয়েছে ছেলে ইউভান চক্রবর্তী।





মিষ্টি গলায় মাঝে মাঝেই “বাবা বাবা” বলে ডাকার চেষ্টা করছে শিশুটি। এই করতে গিয়ে আ-চমকাই বা-বাকে ধ-রে মা-রতে শু-রু ক-রে সে। কখনো চু-ল টে-নে আবার কখনো কা-ন ধ-রে রাজ চক্রবর্তীকে জ্বা-লা-তন ক-রে ইউভান। ছেলের এই খু-নসুটি জমিয়ে অনুভব করছেন বাবা রাজ চক্রবর্তী তা স্পষ্ট বোঝা যায় ভিডিও দেখে। নিজের সন্তানদের চোখের সামনে বড় হতে দেখার অনুভূতি যে একেবারেই আলাদা তা বুঝতে পেরেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। তাইতো শত ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দিতে ভোলেন না তারা। এই ভাইরাল ভিডিওটি চাইলে আপনারাও দেখে আসতে পারেন। রইলো ভিডিও।














