আবার আগের ক’ষ্টের জীবনে ফিরে গেছেন রানাঘাটের রানু মন্ডল! কি বললেন তিনি? ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- সত্যিই আজব এই মাধ্যম হলো সোশ্যাল মিডিয়ায় রাতারাতি কাকে যে স্টার করে দেয় তা আমরা আগে থেকে টের পাই না এর আগে আমাদের এমনটা ধারণা ছিল যে সেলিব্রিটি বা জনপ্রিয় হয়ে উঠতে গেলে দেখতে সুন্দর শরীরে গ্ল্যামার থাকা দরকার পড়ে কিন্তু সেই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দিয়েছে রানাঘাট স্টেশন চত্বরে গাওয়া গান গাওয়া রানু মন্ডল মিডিয়া তাকে তুলে ধরেছে বিশ্ব দরবারে ।




কিন্তু বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে তিনি কেমন আছেন কিভাবে চলছে তার সংসার সেই খবর নেয়নি কেউই । যখন তিনি জনপ্রিয় ছিলেন তখন তার সাথে সেলফি তোলার জন্য অনেকে তার বাড়িতে ভিড় করত কিন্তু এখন সেই বাড়ি ফাঁকা। অতীন্দ্র চক্রবর্তী নামক এক ২৪ বছর বয়সী ইঞ্জিনিয়ার রানুর গানকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে উন্মুক্ত করে দেন। তার গানের গলা মুগ্ধতা লাভ করতে করতে বলিউড অব্দি পৌঁছে যায়।




তারপর হিমেশের পরিচালনায় রানুর গলায় রেকর্ড করা নতুন গান সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।গানটি প্রকাশ্যে আসার পর অনেক অনুষ্ঠানেই শুনতে পাওয়া যায় প্রতিনিয়ত। নিজের অস্বাভাবিক মন্তব্যের জন্য এরপর রানু মন্ডল বিতর্কেও জড়ান।ঠিক যতটা সাহায্য তাকে করেছিলেন অতীন্দ্র চক্রবর্তী ঠিক ততটাই সাহায্যের হাত তিনি পেয়েছেন হিমেশ রেশমিয়ার কাছ থেকে।তেরি মেরি পর হিমেশের সাথে আরো একটি গান রেকর্ড করছেন তিনি।




তবে লকডাউন এর সময় তার অবস্থা রীতিমতো নাজেহাল। যে রানু মন্ডল একসময় মুম্বাইয়ের স্টুডিওতে দাপিয়ে বেড়াচ্ছেন সে রানু মন্ডল আবার ফিরে এসেছেন রানাঘাটের নিজস্ব বাড়িতে । প্রতিদিনই তাকে ভাবতে হচ্ছে যে পরদিন কিভাবে তার সংসার চলবে ।এতটাই করুন অবস্থা । কিন্তু আমরা দেখেছিলাম এই অবস্থার মাঝেও তিনি গরীব দুঃস্থ মানুষদের কে ত্রাণ বিলি করছেন ।যা তার উদার মানসিকতার পরিচয় ।




সম্প্রতি সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে এক ইউটিউবাররা তাকে প্রশ্ন করে যে তার কিভাবে সংসার চলছে এই মুহূর্তে । আগে তার ভিক্ষা করে দিন কাটতো । কিন্তু এখন কিভাবে সংসার চলছেই । এই প্রশ্ন করতে রানু মন্ডল হঠাৎ করে রেগে গেছে । তার পাশাপাশি সেই ইউটিউবার হঠাৎ করেই ভুলবশত বলে ফেলেছিল কি আপনি বিড়ি বাঁধছেন ? কারণ তার বাড়ি মুর্শিদাবাদে ।




তাই সেখানকার মহিলারা এই কাজ করে কিছুটা টাকা পয়সা উপার্জন করে । সেই অর্থে তিনি জিজ্ঞেস করেছিল রানু মন্ডলকে । তাহলে আপনি কি বিড়ি বাঁধছেন? যার ফলে রানু মন্ডল আরো রে-গে যায় এবং উত্তরে বলেন যে ‘আমি বিড়ি খাইনা বিডি বাঁধিও না’ এমনকি আপনি জানলে অবাক হবেন যে ভাঙ্গা ফুটো চেয়ারে বসে দিন কাটাচ্ছি রানু মন্ডল ।











