“নুসরাত আর কারো নয়, শুধুই আমার! আমি ও নুসরাত খুব ভালো আছি!” – চা’ঞ্চল্যকর মন্তব্য করলেন হিরো আলম! ঝ’ড়ের বে’গে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠল বাংলাদেশের বিখ্যাত অভিনেতা হিরো আলম । আমরা জানি যে মূলত প্রশংসা এর জন্য অভিনেতা শিরোনামে উঠে আসে । তাদের অভিনয় দক্ষতার জন্য মানুষের মনকে জয় করেন । যার ফলে তারা নেট মাধ্যমে মাঝেমধ্যে সেন্সেশন হয়ে ওঠে । যার ফলে প্রতিনিয়ত তাদের জনপ্রিয়তা এবং তারা একটি জনপ্রিয় চরিত্রে পরিণত হয় । কিন্তু বিকল্প পথ হিসেবে দেখা গিয়েছিল বাংলাদেশী অভিনেত্রী হিরো আলম কে । তার অভিনীত বিভিন্ন ছবিগু-লি দর্শকদের মনে দাগ কাটতে পেরেছিল কিন্তু আলাদা রকম ভাবে ।




অর্থাৎ তার সম্পর্কে প্রশংসা এর পরিবর্তে সমালোচনা ছিল বেশি সেই ছবিগু-লিতে সবথেকে । তাই হিরো আলম তার মাধ্যমে হয়ে উঠেছিলেন নেট দুনিয়ার হট সেনসেশন । এবার সেই হিরো আলম প্রকাশ্যে বললেন যে তিনি আর নুসরাত জাহান ভালো আছেন একসাথে চুটিয়ে সংসার করছেন । একদম ঠিক শুনেছেন । হিরো আলমের বিভিন্ন অভিনীত ছবি গু-লি বিভিন্ন গানের ভিডিও গু-লিতে নেটিজেনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় । মাঝেমধ্যে সেই সমস্ত মন্তব্য থেকে সৃষ্টি হয় হাসির পরিবেশ কিন্তু একদমই আলাদা রকম ভাবে নিজের দক্ষতা তে তিনি জয় করেছেন নেট দুনিয়ার দর্শকদের মন ।




এবার সেই নুসরাত এবার সেই হিরো আলমকে নিয়ে ছড়ানো হয়েছিল বেশ কিছু গু-জব যা নিজের মুখে তুলে ধরলেন অভিনেতা । সম্প্রতি আবারো চর্চায় নাম উঠে এসেছে বাংলাদেশি এই অভিনেতার। বেশ কিছুদিন ধরে নেটমাধ্যমে শোনা যাচ্ছিল হিরো আলম ও তাঁর স্ত্রী নুসরত জাহান সুমির মধ্যে বিবাদ চরমে উঠেছে। এমনকি কয়েকজন ইউটিউবার দাবি করেছিলেন নুসরত নাকি হিরো আলমকে ছেড়ে চিকন আলির সঙ্গে সংসার করার মনস্থ করেছেন। সে বিষয়ে এ মুখ খুললেন অভিনেতা ।




এদিন নুসরতের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কিছু ভুয়ো পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নেই, বাজে কিছু গু-জব রটাচ্ছে। আমার নুসরত নাকি আমাকে ছেড়ে চিকন আলী সাথে পালিয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ গুজবে কান দেবেন না। আমরা অনেক সুখে শান্তিতে সংসার করছি, তাই হয়তো বা অনেকেরই সহ্য হচ্ছে না, তাই আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য। ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, ভিডিও বানাচ্ছে। আমরা একসাথে আছি, সংসার করছি। সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!’











