বিশালাকার সা’পকে টেনে হিঁ’চ’ড়ে খেলছে খুদে কন্যা, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটপাড়া, রইল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- সাপের হাত থেকে আমরা সাধারণত দশ হাত দূরে থাকি । আবার আলাদা চিত্র দেখা যায় অন্য ক্ষেত্রে । সাপুড়েরা রীতিমতো বিন বাজিয়ে সাপ নিয়ে খেলা করে । তাদের সাহসিকতাকে কুর্নিশ এবং প্রশংসা জানাতে হয় । কিন্তু সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করা হতো আতঙ্কের এবং অসম্ভব । কিন্তু সম্প্রতি যে ভিডিওটি দেখা গেছে সেটি এই সমস্ত ঘটনা সম্পূর্ণ রকম ভাবে মিথ্যে প্রমাণ করে দিয়েছে।




একদম ঠিক শুনেছেন আমরা আজকে এই প্রতিবেদনের যে ঘটনাটি তুলে ধরতে চলেছি সেটি সম্পর্কে জানলে আপনার রীতিমত অবাক হবেন । কখনো যদি জ্যান্ত সাপ সামনে এসে যায় তাহলে প্রত্যেকেরই প্রায়ই ঘাম ছুটে যায়। প্রাণে বাঁচতে সে জায়গা ছেড়ে পালান অথবা পাল্টা আঘাত করে ।কিন্তু কখনো কখনো এই ঘটনা উল্টো চিত্র দেখা যায়




এবং এই সমস্ত চিত্রগু-লি সোশ্যাল মিডিয়ার পর্দাতে আমাদের সামনে উঠে আসে বলে আমরা এই সমস্ত ঘটনা সম্পর্কে অবগত থাকতে পারি ।সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ঘটনা দেখা গেছে যে টি সম্পর্কে জানলে আপনি রীতিমত অবাক হবেন এবং ভাববেন কিভাবে এমনটা সম্ভব । সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে বাড়ির উঠোনে মধ্যে নিজের মনে খেলা করছিল কিন্তু হঠাৎ করে উঠানো মধ্যে চলে আসে বিশাল বড় একটি বি-ষাক্ত সা-প ।




কিন্তু মেয়েটি ভ-য় না পে-য়ে সা-পের লে-জ ধরে টানাটানি শুরু করে দেয় বলাবাহুল্য খেলা শুরু করে দেয় কখনো এই প্রান্ত ছুঁড়ে দিচ্ছে কখন আবার ওই দিকে সরিয়ে দিচ্ছে এবং অ-বাক করার মত বিষয় হলো সা-পটি কখনোই তাকে আ-ক্রমণ করার জন্য এগিয়ে আসেনি । সেও এই খেলাতে মন দিয়েছে। ইতিমধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে । তার পাশাপাশি এসেছে অনেক ধরনের মন্তব্য ।











