বেশকিছু সোনার নোয়া বাঁধানো কালেকশন, এক দেখায় পছন্দ হবে আপনারও, রইল ছবি!









নিজস্ব প্রতিবেদন :- আচ্ছা সোনার গয়না পরতে ভালো লাগে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না । কারণ পৃথিবীতে প্রতিটি মানুষ সোনার প্রতি একটা আলাদা মায়া থেকে থাকে এবং এই লোভের জন্য প্রতিনিয়ত মানুষ উপার্জন করে উপার্জন করার পর যেটুকু তারা সঞ্চয় করতে পারে সেই সঞ্চয় থেকে একটা অংশ দিয়ে তারা পছন্দের মতন সোনার গয়না তৈরি করে থাকে । বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হোক বা উৎসব সোনার গয়না পরার প্রচলন গোটা ভারত বর্ষ তথা পৃথিবীর জুড়ে রয়েছে।




প্রতিনিয়ত ও আন্তর্জাতিক বাজারে ওঠানামা করতে থাকে সোনার দাম। কিন্তু গত এক মাস থেকে সোনার দামে ব্যাপক প-তন ঘটে গেছে । গত বছরের আগস্ট মাসে থেকে প্রায় ১০ হাজার টাকা কমে গেছে সোনার দাম । একদমই ঠিক শুনেছেন আগস্ট মাসের সোনার দাম ছিল ৫৭ হাজার টাকা বা তার কাছাকাছি বর্তমানে সোনার দাম হচ্ছে ৪৬ হাজার টাকা বা তার কাছাকাছি ।




এমনটা বুঝতে পারছেন যে এক বছরের ব্যবধানে ঠিক কতখানি পতন ঘটেছে সোনার বাজার মূল্য । কিন্তু তার পাশাপাশি প্রেমীরা এমনটা জানে যে কোন একদিন সোনার দাম পুনরায় দাম বাড়বে। তখন তাদের লাভ থাকবে তাই এই দাম কমে যাওয়ার সময়কে কাজে লাগাচ্ছে তারা । এই সময় তারা যথাসম্ভব সোনার গয়না তৈরি করে রেখে দিচ্ছে। ঠিক তেমনি সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে জানানো হয়েছে কিছু সোনার গয়নার কালেকশন এর কথা ।




সম্প্রতি কলকাতা তে আরপি সো জুয়েলার বলে একটি সোনার দোকান আছে সেখানে এক ইউটিউবে গিয়ে সমীক্ষা করেছিল এবং বেশ কিছু সোনার চুড়ি বা নোয়া চিত্র তুলে ধরেছিল এবং সেই চিত্র থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না এটুকু নিশ্চিত । কারণ অতি সুন্দর আধুনিক ডিজাইনের রয়েছে একেকটি চুরি । সেখানে দাম অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম যেমন ৯ গ্রাম সোনার চুড়ির দাম হচ্ছে প্রায় ৪৮ হাজার টাকা । তার পাশাপাশি ৫ চুড়ির দাম হচ্ছে ২৮ হাজার টাকা এবং ৬ চুড়ির দাম হচ্ছে ৩১ হাজার টাকা. অতএব আপনি যদি মনে করেন যে সোনার গয়না কিনবেন আগামী দিনে তাহলে অতি অবশ্যই দোকানে একবার ঘুরে যেতে পারেন ।











