ঘোমটা ছেড়ে একদম পাতলা ফিনফিনে পোশাক পরে হ-ট লুকে ‘ ধরা দিলেন ‘শ্যামা’, রইল ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- এমন কিছু ধারাবাহিক দেখে থাকি যেগু-লি আমাদের মনের মনিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকে । এবং সেই সমস্ত ধারাবাহিকগুলো শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের মনে থেকে যায় চরিত্রের প্রতিটি মুহূর্তকে। কিন্তু এই ধারাবাহিকের কথা বলতে গেলে যে ধারাবাহিকের কথা না বললেই নয় সেটি হল কৃষ্ণকলি । একদমই ঠিক ধরেছেন কৃষ্ণকলি ধারাবাহিক এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে সকলের কাছে তু-ঙ্গে অবস্থান করছেন ।কারণ এর গল্প টা বাস্তব জীবনের সাথে খুব কাছাকাছি মিলে যাওয়ার ফলে মানুষ পছন্দ করেছে এই ধারাবাহিকে । এমনটা বলতে পারেন ।




এ ধারাবাহিকে শ্যামা চরিত্রে অভিনয় করছে তিয়াসা রায় । গ্রামের একজন কালো মেয়ে যার বিয়ে হয়েছে একটি বড়লোক বাড়িতে । কিন্তু এভাবে চলতে থাকে ধারাবাহিকের গল্প । তারপর কুড়ি বছর পেরিয়ে গিয়েছে । মাঝখানে হারিয়ে গিয়েছিল শ্যামা । কিন্তু কুড়ি বছর পর পুনরায় ফিরে এসেছে সে । কিন্তু তখন তাকে চিনতে পারেনি কারন তার চেহারার বিপুল পরিবর্তন ঘটে গেছে ।এরকম ভাবে গল্পটা সাজানো রয়েছে এবং এই গল্প নিয়ে ক্রমশ সাফল্যের সাথে জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত কৃষ্ণকলি ধারাবাহিক।




তবে কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামার চরিত্রে অভিনয় করা তিয়াসা রায় কিন্তু বাস্তব জীবনে অতটাও শ্যাম বর্ণ নয় বরং যথেষ্ট পরিমাণে ফর্সা । তার পাশাপাশি ঠিক যেমনভাবে তার চরিত্র কে সেখানে ফুটিয়ে তোলা হয় সেরকম চরিত্র কিন্তু তার নয় বাস্তব জীবনে তা চিত্র অনেকখানি আলাদা । সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে পছন্দ করেন অভিনেত্রী । এবার ঘোমটা তুলে ধরা দিলেন কৃষ্ণকলির শ্যামা।




সম্প্রতি তিনি তার নিজস্ব ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন । তবে এই ভিডিওটি তিয়াসা পোস্ট করেননি বরং পোস্ট করা হয়েছে অভিনেত্রীর একটি ফ্যান পেজ (Fan page) থেকে। ভিডিওটিতে হলুদ পোশাকে দেখা যাচ্ছে তিয়াসাকে, অভিনেত্রীর উরু থেকে শুরু করে তার মিষ্টি হাসি সবকিছুই নজর কে-ড়েছে ভিডিওটিতে। তিয়াসা নিজের ম-হামা-রী রূপের জাদুতে মুহূর্তে বশ করে নিয়েছেন নেটিজেনদের।
— Bengal News Media (@media_bengal) June 28, 2021











