এই ১০ লক্ষ’ণে ও দারুণ কায়দায় বুঝে ফেলা যায় যে কোনো মেয়ে একাধিক পুরু’ষে আস’ক্ত কিনা বা কারোর সাথে শা-রীরিক স’ম্পর্ক করেছে কিনা!









নিজস্ব প্রতিবেদন :- বর্তমান যুগে আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য এবং তার সাথে সাথে অপরকেও ভালো রাখার জন্য প্রেমে লি-প্ত হয় একথা আমি আপনি প্রত্যেকে জানি । অবশ্যই প্রেম শরীর এবং মনের পক্ষে ভালো । কিন্তু কখনও কখনও কোনও তিক্ত সম্পর্ক সেই ভালো জিনিসকে খারাপের পরিণত করে দেয় । যার ফলে একাধিক অসামাজিক কাজকর্ম বা আ-ত্মহ-ত্যার মতো ঘটনা আমাদের সামনে উঠে আসে । একদমই ঠিক ধরেছেন কিন্তু কখনো কখনো আবার দেখা যায় প্র-তার-ণার অ-ভিযোগ উঠে এসেছে প্রেমিকার বি-রুদ্ধে । আপনার সাথে সম্পর্ক থাকাকালীন সে প্রেমিকা থাকছে আরও একাধিক সম্পর্কে জড়িয়ে । সেটি সরাসরি জিজ্ঞেস না করে আপনি বুঝতে পারবেন বিশেষ কয়েকটি লক্ষণ এর মাধ্যমে যা নিম্নরূপ ।




বেশি সাক্ষাৎ না করা :- যদি আপনি কারও সাথে ডেট করছে এবং হয়তো একবার দেখা করেছেন এবং তাতেই ভেবে নিজের সম্পর্ক বেশ শক্ত হয়ে উঠেছে তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন । যদি আপনি তার আপনার প্রেমিকাকে সময় না দেন তাহলে কিন্তু আপনার প্রেমিকা অন্য কোন পু-রুষের সাথে সম্পর্কে অনায়াসে জ-ড়িয়ে যেতে পারে।




আত্মবিশ্বাস কমে যাওয়া :- প্রেমিকাকে আ-কৃষ্ট করার অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে আ-ত্মবিশ্বাস । কাজেই অহংকার নয় বরং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন নিজেদের সম্পর্কে । এবং যদি কোনো কারণে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেন এবং সেই ঘটনাটা যদি আপনার প্রেমিকা উপলব্ধি করতে পারে তাহলে কিন্তু সে অন্যত্র সম্পর্ক চলে যাওয়ার সম্ভাবনা থাকে । তাকে এমনটা বোঝান যে আপনি তার প্রথম এবং শেষ প্রেমিক হতে চান ।




বন্ধুর মতন আচরন :- যদি কোন কারণে আপনার প্রেমিকা আপনার সাথে বন্ধুর মতো আচরণ করে তাহলে কিন্তু এর পিছনে রয়েছে বি-পদ সং-কেত । বন্ধু বা বান্ধবী এবং প্রেমিক বা প্রেমিকা এক হতে পারে না । যারা বন্ধুর সাথে প্রেম করে তাদের বিষয়টি আলাদা । তারা একসাথে বন্ধুত্ব এবং প্রেম টিকিয়ে রাখার চেষ্টা করে । কিন্তু যদি আপনার প্রেমিকা আপনার সাথে বন্ধুত্বের মত আচরণ করে তাহলে কিন্তু সাবধান হয়ে যান । কারণ সে তার পুরনো সম্পর্কিত ভুলতে পারেনি ।যার ফলে সেই তার কাছে ফিরে যেতে পারছে না এবং আপনাকেও একজন প্রেমিক হিসেবে মেনে নিতে পারছে না। ।




তিনি বারবার অতীতের স্মৃতিচারণ করেন : অনেক সময়ে অতীতের তিক্ত সস্পর্কের কথা বলে প্রেমিকা নিশ্চিত করতে চান, আপনিও তেমন কোনো স-মস্যা করবেন না তার জীবন। কিন্তু এর আরও একটি মানে হতে পারে, তিনি আপনাকে ঠিক বিশ্বাস করেন না। এমনকি অনেক সময়ে এটাও হতে পারে যে তিনি আ’সলে প্রাক্তন প্রে’মিকের সাথে পুরোপুরি স’স্পর্কচ্ছেদ করেননি।




সম্পর্ক না এগোনো :- যদি কোন কারণে আপনার প্রেমিকা ভবিষ্যতের প্ল্যান বা চিন্তা ভাবনা নিয়ে চিন্তিত না থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাপারে সিরিয়াস নয় সে । শুধুমাত্র সময় কাটানোর জন্য আপনাকে ব্যবহার করছে এবং বিভিন্ন অনুভূতির বে-ড়াজা-ল টপকে আপনাকে আ-টকে রাখার চেষ্টা করছে।











