পুকুরে জাল ফেলতেই ধরা পড়ল বিরাট আকারের রুই মাছ! মুহূর্তে ভাইরাল হলো যুবকের মাছ ধরার ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :- সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রচুর ভিডিও ভাইরাল হয়। সেই সন ভিডিও প্রচুর মানুষ দেখেন এবং আনন্দ পান। বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এইসব ভিডিও অতিমারী পরিস্থিতি তে মানুষের মনোরঞ্জন করে চলেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।




তাতে দেখা যাচ্ছে একটি যুবক নৌকো নিয়ে নদীতে মাছ ধরতে এসেছে। তার সাথে আরো যুবক আছে। যুবকটির কাছে ছিল মাছ ধরার একটি জা-ল। সে সেটিকে দিয়ে প্রথমে কিছু ছোট মাছ ধরে। তারপরে হঠাৎ করেই একটি বিশাল রুই মাছ তার জালে ওঠে। এইরকম একটি জা-ল দিয়ে এত বড় মাছ ধরার ঘটনা অবিশ্বাস্য। কিন্তু ছেলেটি সেটি করেছে।




তার পাশে থাকা বাকি যুবকরা তার মতো এত ভালো মাছ ধরতে পারেনি। তার সেই মাছ ধরা দেখতে চারপাশে প্রচুর লোক জড়ো হয়ে গেছে। ভিডিওটি খুব ই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ছেলেটিকে কমেন্ট এ শুভেচ্ছা জানিয়েছে।











