বাড়িতেই চাল দিয়ে এই নাইট ক্রিম তৈরী করুন, মাত্র ১ রাতে ত্বক করবে দুর্দান্ত ফর্সা ও চকচকে, রইল পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত আমরা চাই যে আয়নাতে নিজেকে সুন্দর যেন দেখতে লাগে । সুন্দর দেখার জন্য নিরন্তন পরিশ্রম করতে হয় অর্থাৎ আপনি চাইলে আর সুন্দর হয়ে গেলেন এমনটা কিন্তু কখনোই সম্ভব না । তার জন্য আপনাকে রূপচর্চা বা ত্বক চর্চা করা অত্যন্ত জরুরি ।বর্তমানে ছেলেমেয়েরা নামিদামি পার্লার থেকে বিভিন্ন নামিদামি ক্রিম কিনে এনে সেগুলোর মধ্যে প্রয়োগ করছে । যার ফলে হয়তো তাৎক্ষণাৎ ভাবে ফল পাচ্ছে ঠিক কথা কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে কে-মিক্যাল ব্যবহার করার ফলে ত্বক রু-ক্ষ হয়ে যাচ্ছে ।




বয়সের তুলনায় বেশি চামড়া জড়ো হয়ে পড়ছে । যার ফলে চিন্তা হচ্ছে সেই সমস্ত মানুষরা ।তাই পরামর্শ দেবো যদি ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করেন যার ফলে আপনার কেমিক্যাল হাত থেকে রেহাই পেতে পারেন আজকের প্রতিবেদন সে বিষয়টি নিয়ে। আমরা যে সমস্ত জিনিস গুলো ভাবি যার কোন কাজে আসবে না বাইরে ফেলে দিই সেই সমস্ত জিনিসপত্রগুলো দিই কিন্তু ত্বক চর্চা করা যায় । যেমন জাপান-কোরিয়া ইত্যাদি দেশের মানুষেরা চাল ধোয়া জল বা ভাতের মাড় কে ত্বক চর্চা হিসেবে কাজে লাগে । একদম ঠিক শুনেছেন ভাতের মাড় কিংবা চাল ধোয়া জল দিয়ে চুলের যত্ন নেয় তারা ।




ত্বকের যত্ন নেই । যেহেতু চালের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং প্রোটিন থেকে থাকে তাই সেটি সরাসরি চুলের মধ্যে প্রয়োগ করলে চুল খুশকিমুক্ত হয় এবং শক্ত হয় ও মসৃণ হয় ।। এর পাশাপাশি চাল থেকে ক্রিম তৈরি করা যায় যেটি প্রতিদিন রাত্রে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন আপনি যার ফলে আপনার ত্বক মসৃণ ও উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে । এছাড়াও আরও অনেক ধরনের পদ্ধতি রয়েছে । যেমন ধরুন চালকে যদি আপনি সারারাত ভিজিয়ে রেখে ব্লে-ন্ডারে ব্লে-ন্ড করে নিন তারপর একটি ছাঁকনির সাহায্যে সেখান থেকে প্রাপ্ত তরল আপনাকে আলাদা করে নিতে হবে ।




এবং সেই চাল থেকে প্রাপ্ত তরল কে একটি পাত্রের মধ্যে গ্যাস বসিয়ে ৭-৮ মিনিট ধরে জ্বাল দিতে হবে । তখন দেখবেন ধীরে ধীরে সেটি ঘন হয়ে ক্রিম এর আকার ধারণ করেছে । এরপর একটি বাটির মধ্যে নিতে হবে এবং তার মধ্যে যোগ করতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল, এক চামচ মধু, ও কিছুটা এসেনশিয়াল অয়েল । সমস্ত উপকরণ গু-লি কে ভালো রকম ভাবে মিশিয়ে আপনি স্টোর করে রেখে দিতে পারেন পরবর্তী সময় ব্যবহারের জন্য । এই ক্রিমটি প্রতিদিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে ম-সৃণ। ।তবে চাল ধোয়া জল কিন্তু ফেলে দেবে না সেটি একটি স্প্রে বোতল এর মধ্যে ভরে রাখুন প্রতিনিয়ত স্নান করতে যাওয়ার আগে চুলের মধ্যে স্প্রে করে নিন এবং ১০ মিনিট রেখে দেয়ার পর ধুয়ে ফেলুন চুল এবং উপকার পাবেন ।











