রেললাইনের ওপর চ’লন্ত ট্রেনের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন প্রচুর যুবক-যুবতী, স্পিডে এগিয়ে আসলো ট্রেন, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- আমাদের আশেপাশে ঘটে চলা এমন অনেক আজগু-বি বা অ-বাক করার মতন ঘটনা থেকে থাকে যে গু-লি সম্পর্কে আমরা জানতে পারিনা । কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে পারি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ কে খুব সহজ করে দিয়েছে । করে দিয়েছে ম-সৃণ । তাই প্রতিনিয়ত বেড়েই চলেছে এই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ।আমি এই কথাগুলো এই কারণেই বলছি কারণ সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে যেটা দেখলে আপনি আপনার ধারণা বা ভাবনাচিন্তা কে পাল্টাতে বাধ্য হবেন ।





আমরা সাধারণত যানবাহনে ক্ষেত্রে যে সমস্ত ধারণা রেখে থাকি সে ধারণা সম্পূর্ণ রকম ভাবে পাল্টে দেবে এই ভিডিওটি । প্রতিনিয়ত উন্নত এই জীবনযাত্রা আমাদের সঙ্গী হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক য-ন্ত্রপাতি বা যানবাহন । সে অর্থে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপনের জন্য চালু হয়েছে ট্রেন । আমরা যে ধারনা নিয়ে চলি যে ট্রেনের জন্য একটি নির্দিষ্ট লাইন থাকে । সেই লাইন ধরে ট্রেন যাতায়াত করে ।





এবং সেই রেল লাইনের ধারে কোনো ঘরবাড়ি বা বাজার হাট ইত্যাদি দেখতে পাওয়া যায় না । কারণ সেগু-লি থাকলে যেকোনো সময় বড়োসড়ো বি-পদ ঘটতে পারে । কিন্তু সেই চিত্র কে সম্পূর্ণ রকম ভাবে ভুল প্রমাণিত করে দিল এই ভিডিওটি। সম্প্রতি ইউটিউবে তার ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জনবসতিপূর্ণ একটি এলাকার মধ্যে দিয়ে রেললাইন পেরিয়ে গেছে । এবং সেই রেল লাইন দিয়ে দু-রন্ত গ-তিতে ছুটে আসছে ট্রেন । কিন্তু সেখানকার সাধারণ মানুষের মধ্যে সে ব্যাপারে কোন নজর নেই ।





তারা অবাধে রেললাইনের উপর যাতায়াত করছে । এমনকি আপনি জানলে অ বাক হবেন যে সে রেললাইনের ধারে বসেছে সবজি বাজার । ভিডিওটি দেখলে আপনি অবাক হবেন কারণ ট্রেনটি তার নিজস্ব লাইন দিয়ে ধীরগতিতে এগিয়ে যেতে শুরু করে । আর তখনই সে লাইন ফাঁকা হতে শুরু করে অর্থাৎ যারা রেললাইন এ যারা পারাপার করছিল তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে সরে যায় । এই ঘটনাটি চীন দেশের একটি ঘটনা বা জাপানের ঘটনা বলে অনুমান করা হচ্ছে । ইতিমধ্যে ভিডিওটি ব্যা-পক জনপ্রিয় হয়েছে ।














