পশ্চিমবঙ্গ জেলা পরিষদের গ্রুপ-ডি পদে প্রচুর কর্মী নিয়োগ! রইল আবেদন করার পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন :- ফের আরও একবার গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার । এবং মূলত এটি অন্যান্য বাকি সকল চাকরি থেকে কিছুটা হলেও আলাদা । আসুন আমরা জেনে বসে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা পদের নাম কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কত মূল্য লাগবে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য জেনে নেব আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।




পদের নাম :- ম্যানেজার বা কো-অর্ডিনেটর । শূন্যস্থান পদের সংখ্যা :- ১ টি । শুধুমাত্র মহিলাদের জন্য । বয়স :- ২৩ থেকে ৪০ বছর ।




শিক্ষাগত যোগ্যতা :- পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার জানা দরকার ।
মাসিক বেতন:- ১৯,২৫০ টাকা প্রতি মাসে ।




পদের নাম :- সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ড এডুকেটর। শূন্যস্থান পদের সংখ্যা :- ১ টি শুধুই মহিলাদের জন্য ।
বয়স :- ২১ বছর থেকে ৪০ বছর হতে হবে ।




শিক্ষাগত যোগ্যতা :- সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে ছাতক থাকা জরুরি তার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরী এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকা অতি অবশ্যই জরুরি ।
মাসিক বেতন :- এক্ষেত্রে মাসিক বেতন ১৫,৪৪০ টাকা প্রতি মাসে । পদের নাম :- নার্স




শূন্যস্থান পদের সংখ্যা :- ১২ টি শুধু মহিলাদের জন্য ।
বয়স :- ২১ থেকে ৫০ বছর এর মধ্যে ।




শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অতি অবশ্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং ফিল্ডওয়ার্ক সম্পর্কে নলেজ থাকতে হবে ।
মাসিক বেতন :- ১২০০০ টাকা প্রতি মাসে । পদের নাম :- চৌকিদার ।




শূন্যস্থান পদের সংখ্যা :- ১ টি । পুরুষ এর জন্য।
বয়স :- ২১ থেকে ৪০ বছর এর মধ্যে ।




শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অতি অবশ্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং ফিল্ডওয়ার্ক সম্পর্কে নলেজ থাকতে হবে ।
মাসিক বেতন :- ১২০০০ টাকা প্রতি মাসে ।




আবেদন পদ্ধতি :- দুই প্রার্থীকে অতি অবশ্যই আবেদন অনলাইনে করতে হবে .তার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে .প্রসঙ্গত উল্লেখ্য এই নিয়ম শুধুমাত্র হাওড়া জেলা পরিষদের জন্য হচ্ছে . পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারেন তাদের অফিসিয়াল www. HowrahZilaParishad.in











