কত মাইনে পান নতুন রিক্রুট হওয়া সাব-ইন্সপেক্টররা? কোথায় কোথায় হয় পোস্টিং? জানুন সমস্ত বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটি সামাজিক মাধ্যম নয়। সোশ্যাল মিডিয়ার সাহায্যে যেমন আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারছি, ঠিক তেমনিভাবেই আবার এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা বলি জানতে পারছি। বর্তমান সময়ে যে সমস্ত নিউজ পেপার গুলো রয়েছে ,প্রত্যেকটি নিউজ পেপার ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে।




এরমধ্যে একটি অন্যতম ডিজিটাল মাধ্যম হলো ফেসবুক, ইউটিউব। ফেসবুক, ইউটিউব এর সাহায্যে আমরা সমস্ত রকম খবর, পৃথিবীর যেকোনো প্রান্তের খবর নিমেষের মধ্যে পেয়ে যাচ্ছি। বর্তমানে বিভিন্ন ধরনের নিউজ অ্যাপ্লিকেশন বেরিয়েছে ,যার মাধ্যমে আমরা খবর পেয়ে যাচ্ছি স্বল্প সময়ে। এখন খবরের পেপার পড়ার মানুষ দিনকে দিন কমে যাচ্ছে।




সম্প্রতি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে রিক্রুটমেন্ট বার হয়েছে। রিকুটমেন্ট এর সংখ্যা 330। চলুন জেনে নেওয়া যাক সাব-ইন্সপেক্টরের মাইনে কত হয়ে থাকে। সাব-ইন্সপেক্টর ঢুকতেই পেয়ে থাকেন 32 হাজার 100 টাকা। এছাড়া 500 টাকা চিকিৎসাক্ষেত্রে পেয়ে থাকে এবং 2000 টাকা রেশন বাবদ পেয়ে থাকে। এছাড়া সাব ইন্সপেক্টর রা 12 মাসের বদলে 60 দিনের এক্সট্রা মইনে পেয়ে থাকে। অর্থাৎ তারা 14 মাসের মাইনে পায়।











