মধ্যেমিক পাশেই SBI ব্যাংকে চাকরি! রইল আবেদন করার পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন :- চাকরি চাই চাকরি চাই চাকরি চাই ঠিক এই কথাটা বেকার যুবক সমাজের মুখে মুখে শোনা যাচ্ছে এই মুহূর্তে । কারণ দেশের পরিস্থিতি এতটাই ভ-য়ঙ্কর সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে তেমনই একটি বিজ্ঞপ্তি জা-রি করা হলো যেখানে থেকে কিছুটা হলেও কমবে বেকারত্ব । এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারে । তার পাশাপাশি ভারতীয়রা এখানে আবেদন করতে পারবেন ।তবে আজকের এই প্রতিবেদনের শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সম্পর্কে আলোচনা করব ।তবে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল নেপালি এবং বাংলা ভাষা জানা বাধ্যতামূলক ।অর্থাৎ আবেদনকারীকে অতি অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে এবং নেপালি ভাষা জানা অত্যন্ত জরুরী ।




পদের নাম :- অ্যাপ্রেন্টিস ।
শূন্যস্থান পদের সংখ্যা :- ৬১০০ টি ।




শিক্ষাগত যোগ্যতা :- বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
বয়স :- প্রার্থীর বয়স অতি অবশ্যই ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে ভর্তি হতে হবে ।




মাসিক বেতন :- ১৫০০০- 20000 টাকা প্রতি মাসে ।
আবেদন পদ্ধতি :-আবেদনকারীকে অসম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে অফলাইনে এক্ষেত্রে আবেদন করা চলবে না । তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://www.sbi.co.in




আবেদন ফর্ম মূল্য :-তপশীল উপজাতি এবং অন্যান্য জাতির জন্য এক্ষেত্রে কোনো মূল্য লাগছে না কিন্তু সাধারণ বা জেনারেল কাস্ট এর জন্য ৩০০ টাকা করে মূল্য ধার্য করা হয়েছে ।











