অভিনেতা বিশ্বনাথ বসুর স্ত্রীকে চেনেন, অভিনেতার খুব কাছের মানুষ তিনি, রইল তাঁর ছবি!











নিজস্ব প্রতিবেদন :- আমরা হয়তো অভিনয় জগতে যারা মুখ্য চরিত্রে অভিনয় করে তাদেরকে মনে রাখি বিশেষভাবে । যেমন ধরুন কোন নায়ক-নায়িকা-খলনায়ক আর কথা বলা যেতেই পারে । কিন্তু একটি সিনেমাতে এমন কিছু চরিত্র থেকে থাকে যাদেরকে ছাড়া সিনেমা সম্পূর্ণ অ-চল হয়ে যাবে । সেটি বিভিন্ন কমেডিয়ান হতে পারে বা আলাদা যে কোনো চরিত্রে অভিনয় করা নায়ক নায়িকা হতে পারে । ঠিক তেমনি বাংলার অভিনয় জগতে একজন জনপ্রিয় নক্ষত্র হলেন অভিনেতা বিশ্বনাথ বসু।





যিনি মূলত সহজ সরল পাঠ বা হাসির চরিত্রে অভিনয় করতে বেশি ভালোবাসেন । বিশ্বনাথ বসু একজন প্রতিভাশালী বাঙালি অভিনেতা যিনি একটি দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন ২৮ অক্টোবর ১৯৭৮ বাদুড়িয়া, তে জন্মগ্রহণ করেন তিনি তারপর ২০০২ সালে একজন ঝুমুর নামক সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন যে সিনেমাটি পরিচালনা করেছিলেন গৌতম সেন ।





তারপর একের পর এক দু-র্ধর্ষ ছবিতে অভিনয় করে রীতিমতো মন জয় করে নিয়েছে এই বাংলার দর্শকদের মন । অনুরাগীদের সাথে বিশ্বনাথ বসুর সম্পর্ক থাকলেও তার স্ত্রী সম্পর্কে খুব কম জন মানুষ আছেন যারা জানেন এবার প্রকাশ্যে এলো স্ত্রীর ছবি। তার স্ত্রীর নাম দেবিকা । দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কে আ-বদ্ধ ছিলেন তারা । তারপর তার বিয়ে করেন অবশেষে সেই বিয়ে ১২ বছরের গণ্ডি অতিক্রম করল । সেই উপলক্ষে ইনস্টাগ্রামে দুইটি ছবি শেয়ার করেছেন বিশ্বনাথ বসু এবং একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন তুম ওর হাম হাম অর তুম ।





পরবর্তী তে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন ১২ বছর উদযাপন । এই সম্পর্ককে দেবিকাকে জিজ্ঞেস করা হলে দেবিকা বলেন যে বিশ্বনাথ বসুর মতন মনের মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার । আমি যে তার স্ত্রী হতে পেরেছি সেটা আমার ভাগ্য । অভিনয় জগতে ব্যস্ত থাকলেও পরিবারকে যথেষ্ট সময় দেন তিনি আর তাতে কোনো অভিযোগ থাকে না পরিবারের । এমনটা জানা যাচ্ছে তার স্ত্রী দেবিকার থেকে ।














