নদীর সাথে খাল কেটে জল পুকুরে আসতেই আসলো বড় প্র-কাণ্ড মাছ, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিভাকে সবার সামনে তুলে ধরা হয় এমনটা আমরা প্রত্যেকে জানি ।তবে শুধুমাত্র নাচ বা গান উঠে আসে এমন কিন্তু নয় । তার পাশাপাশি মাছ ধরা, জা-ল ফেলা ইত্যাদি ঘটনাগুলো মাঝেমধ্যে উঠে আসে খবরের শিরোনামে ।।ঠিক তেমনি এবার খবরের শিরোনামে একটি গ্রামের মহিলা ও যুবক। বাঙালি থাকে মাছে-ভাতে ।





এটি কথাতেই আছে অর্থাৎ বাঙালিরা মাছ ভাত খেতে অত্যন্ত বেশি পছন্দ করেন । তাই তো যদি আপনি কোন একটি বাঙালি অধ্যুষিত গ্রামে যান তাহলে দেখবেন যে সেখানে প্রায় অধিক বাড়িতেই পুকুরে মাছ চাষ হয়ে থাকে এবং প্রতিনিয়ত তারা মাছ চাষের সাথে অভ্যস্ত হয়ে ওঠে । রোজকার জীবনের সাধারন ঘটনা গুলি সাথে মিলিয়ে যায় সে ঘটনাটি । যা আপনাকে অ-বাক করে তুলবে । সম্প্রতি ইউটিউবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কোন একটি প্রত্যন্ত গ্রামের কোন এক মহিলা জলাশয়ের ধারে মাছ ধরতে এসেছিল ।





এবং তার পরিকল্পনা ছিল যে তিনি একটি ফাঁ-দ তৈরি করে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে এসে সেই ফাঁ-দ এ কোন মাছ পড়েছে কিনা ? কিন্তু এটি লক্ষ্য করবেন অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ড থেকে প্রতিদিনই করে থাকেন । তেমনটা বলার অপেক্ষা রাখে না । কিন্তু এই জীবনে মেঘ না চাইতে জল ঠিক তেমনি ঘটলো এই মহিলার সাথে । ভিডিওতে দেখা যাচ্ছে যে ঐ মহিলাটি অন্য একটি যুবকের সাথে যখন সমস্ত কাজকর্ম সেরে সেই জায়গায় এসে উপস্থিত হয় তখন দেখা যাচ্ছে যে মস্ত বড় একটি মাগুর মাছ সেখানে আ-টকা প-ড়েছে ।





সেই বড় মাছ দেখে তারা অত্যন্ত খুশি । সেটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আনন্দের বাঁ-ধ ভে-ঙেছে তাদের। দুজন মিলে সে মাছটিকে অতি সাবধানে জ-ঙ্গলের ভি-তর ই পু-ড়িয়ে খায় । গ্রামেগঞ্জে এই ধরনের ঘটনা মাঝেমধ্যে দেখা যায় এবং সেই সমস্ত ঘটনাগু-লিকে মাঝেমধ্যেই আমাদের সামনে তুলে ধরে যার ফলে আমরা কিছুটা হলেও গ্রামের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি । তবে এটি ভারতের কোন জায়গা নয় সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন ।














