একমনে টিভিতে টম এন্ড জেরি কার্টুন দেখছে দুই খুদে বিড়াল, ভিডিও ভাইরাল











নিজস্ব প্রতিবেদন :- কার্টুন বাচ্চাদের ক্ষেত্রে প্রিয় হয়ে থাকে ছোটবেলা থেকেই । আমরা কার্টুন দেখে অভ্যস্ত হয়েছি এবং বলাবাহুল্য বড় হয়েছি কিছুটা । তার পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু কার্টুনে ব্যস্ত থাকে । কার্টুনের মধ্যে সবথেকে জনপ্রিয় কার্টুন হলো টম এন্ড জেরি । টম এন্ড জেরি কার্টুন ঠিক কি রকম তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না । এবার সেই টম এন্ড জেরির পরিপ্রেক্ষিতেই তার বাস্তব রূপ দেখা গেলো সোশ্যাল মিডিয়াতে।





যেহেতু কার্টুন একটি কাল্পনিক চরিত্র এবং অ্যানিমেশনে মাধ্যমে তাকে প্রতিস্থাপন করা হয় জনগণের কাছে তাই তার কার্যকলাপ বা ক্রিয়া-কলাপ সকলের মনে ধরে যায় । কিন্তু যদি এর বাস্তব রূপ দেখা যায় চোখের সামনে তাহলে তার থেকে আরও বেশি আনন্দিত হবেন বাচ্চারা ও আপনারা আর ঠিক সেরকম চিত্র দেখা গেল এই ভিডিওর মাধ্যমে।





সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে এবং বলাবাহুল্য ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ল্যাপটপের স্ক্রিনে চলছে টম এন্ড জেরি কাটুন এবং তাদেরকে দেখতে একেবারে চোখ আটকে গেছে দুইটি টমের অর্থাৎ বাস্তব জলজ্যান্ত বিড়ালছানার । কিছুতে যাদেরকে ল্যাপটপের স্ক্রিন থেকে সরানো যাচ্ছে না ।অনেকটা তাদেরই মতন দেখতে এবং আদব-কায়দা তাদেরই মতন হওয়ায় তারা কিছুটা হলেও ঘা-বড়ে গে-ছে ।





অ-বাক -করা এই ঘটনাটি ব্যা-পক প-রিমাণে ভাইরাল হয়েছে । তার পাশাপাশি আমরা এটাও জানি যে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই কমবেশি এই ধরনের ঘটনা ভাইরাল হতে থাকে । কিন্তু এই ঘটনাটি অন্যান্য বাকি সকল ঘটনা থেকে যথেষ্ট পরিমাণ আলাদা । এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে মনটা বলা যেতেই পারে ।














