দেওরের বিয়েতে বাড়ির উঠোনে শাড়ি পড়েই জনপ্রিয় হিন্দি গানে উ-দ্দা’ম নাচ সুন্দরী বৌদির, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- বিয়ে মানেই আনন্দ উৎসবে ভরে উঠবে বাড়ির চারপাশ । ঠিক তেমনি চিত্র দেখে এসেছি আমরা প্রত্যেক বিয়েবাড়িতে । কিন্তু কখনো কি এমনটা দেখেছেন যে সদ্য বিবাহিত বউ কে সামনে রেখে বাড়িতে নাচতে বাকি সদস্যরা ? অর্থাৎ বাড়ির মধ্যে এসে নৃত্য পরিবেশন করছেন? কিন্তু সম্প্রতি সে রকম একটি ঘটনা দেখা গেল ।





বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু সম্পর্কে অবগত থেকে থাকি । সা-মাজিক অ-ন্যায়-অ-পরাধ থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ এর যাবতীয় ঘটনার প্রমাণ পেয়ে থাকি এই সোশাল মিডিয়ার জন্য । কাজেই এই সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের জনপ্রিয় অঙ্গ হয়েছে সেটি আর নতুন করে বলার কোন অবকাশ থাকে না।





ঠিক তেমনই সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে যেখানে দেখা যাচ্ছে যে বিয়ের পর সদ্য বিবাহিত বউ বাড়ির সামনে বসে রয়েছে জামাই কে নিয়ে আর বাড়ির মধ্যে সবার উপস্থিতিতে কোমর দুলিয়ে নাচছেন দুই যুবতী । সাধারণত কোন গান নয় বরং ব্যান্ড পার্টির তালে তালে তারা নেচে চলেছে এবং ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি হয়তো তাদের সমাজের কোন রীতি-প্রথা ।





তাই তারা সেটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছে । তার আশেপাশের রয়েছে প্রচুর মানুষ । ক্রমশ তারা হাততালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছে এবং তারা উৎসাহিত হয়ে আরো আনন্দে নেচে চলেছে । ইতিমধ্যে নাচের সেই ভিডিওটি দুনিয়াতে । ওই যুবতীর পরনে ছিল শাড়ি। কিন্তু তারা তাদের নাচের এক্সপ্রেসের এবং স্টেপের এর মাধ্যমে অনেকের মন জয় করেছে এমনটা বলা যেতেই পারে ।














