চলন্ত ট্রেন থেকে মোবাইল ছি’ন’তাই করে নিয়ে পালালো চো’র! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটি সামাজিক মাধ্যম নয়। সোশ্যাল মিডিয়ার সাহায্যে যেমন আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারছি, ঠিক তেমনিভাবেই আবার এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা বলি জানতে পারছি। বর্তমান সময়ে যে সমস্ত নিউজ পেপার গুলো রয়েছে ,প্রত্যেকটি নিউজ পেপার ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে।




এরমধ্যে একটি অন্যতম ডিজিটাল মাধ্যম হলো ফেসবুক, ইউটিউব। ফেসবুক, ইউটিউব এর সাহায্যে আমরা সমস্ত রকম খবর, পৃথিবীর যেকোনো প্রান্তের খবর নিমেষের মধ্যে পেয়ে যাচ্ছি। বর্তমানে বিভিন্ন ধরনের নিউজ অ্যাপ্লিকেশন বেরিয়েছে ,যার মাধ্যমে আমরা খবর পেয়ে যাচ্ছি স্বল্প সময়ে। এখন খবরের পেপার পড়ার মানুষ দিনকে দিন কমে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হচ্ছে।




সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও তু-মুল ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে কি করে চো-রেরা চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনিয়ে নিচ্ছে মানুষদের কাছ থেকে। কখনো চো-রেরা হা-তের মধ্যে লা-ঠি দি-য়ে আ-ঘাত করে মোবাইল ছিনিয়ে নিচ্ছে, কখনো বা হাত থেকে সরাসরি মোবাইল কে-ড়ে নিচ্ছে। কেউ কিছু করার আগেই সেখান থেকে পালিয়ে যাচ্ছে । এমনকি কিছু কিছু চো-র রয়েছে যারা চু-রি করার সাথে সাথে মোবাইলে ভিডিও রেকর্ডও করছে।











