সংসারের কিছু বাড়তি খরচ বাঁচাতে চান? জেনে নিন সারা জীবন কাজে লাগবে এই টিপস টা!









নিজস্ব প্রতিবেদন :- সংসারের খরচ সামলাতে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা । কারন এখনকার দিনে যে হারে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম । তাতে একটা সংসারকে সুষ্ঠুভাবে চালানো মোটেও সহজ ব্যাপার নয় । কিন্তু বিশেষ কিছু পদ্ধতি রয়েছে বিশেষ কিছু চিন্তা-ভাবনা অভ্যাস রয়েছে যেগুলো আপনারা অনুধাবন করলে বা স্মরণ করলে অনেকটা কমানো যেতে পারে সংসারের দৈনিক খরচ আসুন জেনে নিই আমরা সেগুলি কি কি।




অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দেওয়া :-আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো ব্যবহার হয় না সেগুলো প্রতি শুধুমাত্র মায়া জন্মে রয়েছে বহু বছর ধরে । তাই সেই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস গু-লি যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেন এদের সংসার কিছু আর্থিক সহায়তা হতে পারে ।




রেস্তোরাঁয় না খাওয়া :- প্রতিদিন রেস্তোরাঁয় দুপুরের খাবার না খেয়ে বাসা থেকে খাবার নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে। এতে শরীর ও আর্থিক অবস্থা উভয়ই স্বাস্থ্যবান থাকবে। প্রতিদিন রান্না করা সম্ভব না হলে একদিন বেশি রান্না করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।




মোবাইল ও ইন্টারনেট সংযোগ : নিজের প্রয়োজন অনুযায়ী মোবাইল প্ল্যান ব্যবহার করতে হবে। বর্তমানে সব অপারেটরের রয়েছে বিভিন্ন প্ল্যান। এর মধ্য থেকে নিজের চাহিদা অনুযায়ী প্ল্যান বেছে নিন। বাসায় ওয়াইফাই থাকলে সিম ইন্টারনেট ব্যবহার বাদ দিন বা ছোট ডাটা প্যাক কিনুন।




অপ্রয়োজনীয় জিনিস বন্ধ করে দেওয়া :- যদি আপনি অনলাইনে সংবাদ পড়তে অভ্যস্ত হয়ে উঠেছেন তাহলে দৈনিককাগজ নেওয়ার কোনো রকম কোনো দরকার নেই । এতে আপনার সংসারের খরচ কিছুটা হলেও কমবে ।




যদি আপনি জিম প্রতিদিন না গিয়ে থাকেন তাহলে সেখানকার সদস্যপদ বাতিল করে দেন তাহলে অনেকটা টাকা কমে আসবে । যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলি ব্যবহার করার কোন প্রয়োজন নেই সেই সমস্ত যন্ত্রপাতি গুলি ব্যবহার বন্ধ করে দেন সম্পূর্ণ রকম ভাবে । এতে ইলেকট্রিক বিল অনেকটা কম আসবে ।











