পরনে লাল পোশাক, ঘরের ভেতরেই বরের সামনে জনপ্রিয় হিন্দি গানে উ-দ্দা’ম নাচ সুন্দরী রচনা ব্যানার্জীর, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- ফের আরও একবার স্ব-ল্পপো-শাকে নাচ করে উ-ষ্ণতা ছ-ড়ালেন বাংলা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি । নব্বই দশকে যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রী বাংলার অভিনয় জগতকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন তাদের মধ্যে রচনা ব্যানার্জি অন্যতম ।একাধিক ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছিলেন লক্ষ্য লক্ষ্য দর্শকের মন । বয়স চল্লিশ পেরিয়েছে জেল্লা বিন্দুমাত্র কমেনি । কমেনি তার জনপ্রিয়তা। তাইতো এই বয়সে দাঁড়িয়ে যেকোনো প্রথম অভিনেত্রীকে রূপের সৌন্দর্যই টে-ক্কা দিতে পারেন রচনা ব্যানার্জি ।





১৯৭৪ সালের ২ অক্টোবর, কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত এ জন্ম গ্রহণ করেন তিনি । রচনা ব্যানার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫টি সিনেমাতে অভিনয় করেন। তিনি বেশকিছু ওড়িশ্যা ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপত্র-এর সঙ্গে। এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি ছবিতে অভিনয় করেন। এছাড়া, তিনি উপেন্দ্র ও চিরঞ্জিবের সাথে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করেন। ৯০এর দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্য তিনি প্রথমসারির নায়িকা হিসাবে খ্যাতি পান।





রচনা ব্যানার্জী ১৯৯০ সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জেতেন। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী। পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে তার নাম রাখেন রচনা। রচনা কটকে সিদ্ধার্থ মহাপত্র-কে বিয়ে করেন। পরে তাদের ছা-ড়াছা-ড়ি হয় এবং ওড়িশ্যা চলচ্চিত্র ছেড়ে দেন। পরে তিনি প্রবাল বসুকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে প্রনিল বসু। তিনি পরে আর বিয়ে করেন না।





তবে এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে সক্রিয় বাংলার এই অভিনেত্রী। মাঝেমধ্যেই তার অনুগামীদের জন্য তুলে ধরেন বেশ কয়েকটি ভিডিও এবং ছবি। ঠিক সেরকমই আরেকবার একটি হিন্দি গানের সাথে মনের আনন্দে নেচে উঠল বাংলার এই অভিনেত্রী । জনপ্রিয় একটি গানের সাথে স্ব-ল্প পো-শাক পড়ে কোমর দোলানোন অভিনেত্রী আর তাতেই কু-পোকা-ত তরুণ প্রজন্মের ছেলেরা । ভিডিওতে দেখা যাচ্ছে লাল রঙের একটি ওয়ান পিস পরা অবস্থায় রচনা ব্যানার্জি এবং অসম্ভব সুন্দর ভঙ্গিমাতে তিনি তার মনের ভাব প্রকাশ করেছেন বা কোমর দুলিয়ে দেশে ব্যা-পক জনপ্রিয়তা পেয়েছে ।














