স্টেজের ওপরে প্রকাশ্যেই জিতের লুঙ্গি ডান্স দেখে শুভশ্রী হেসেই পাগল, ভাইরাল হলো ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- অভিনয় জগতে একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিৎ । সাথী সিনেমার মাধ্যমে তার অভিনয় জগতে পদার্পণ ঘটে । তারপর নাটের গুরু ‘সাত পাকে বাঁধা’ থেকে শুরু করে একাধিক দু-র্ধর্ষ মূলক ছবিতে অভিনয় করে রীতিমতো মন জয় করে নিয়েছেন এই বাংলার দর্শকদের ।শুধু বাংলা নয় তার পাশাপাশি গোটা ভারতবর্ষে জুড়ে রয়েছে তার অনুরাগ সংখ্যা ।





বিভিন্ন বার বিভিন্ন চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে এবং সকল চরিত্রে তিনি যে মানানসই সেটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ।তার পাশাপাশি প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে জিতের থেকে বড় অবদান কারণ থাকে না অভিনয় জগতে এমন বলছেন তার অনুরাগীরা। কিন্তু অভিনয় জগতের পাশাপাশি রিয়েলিটি শোতে বিচারকের আসনে এবার দেখা যাচ্ছে জিত কে ।





সম্প্রতি জি বাংলা তে নতুন একটি রিয়েলিটি শো অর্থাৎ নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স শুরু হয়েছে এবং এই ডান্স বাংলা ডান্সের বিচারকদের আসলে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী অঙ্কুশ হাজরা জিৎ এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা কে। এই প্রথম জিৎ সম্পূর্ণ রকমভাবে কোন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসলেন । তাই তার উৎসাহ তুঙ্গে থাকবে এমনটা বলা যেতেই পারত এবং উৎসাহের বসে বিভিন্ন ধরনের কাজকর্ম বা ঘটনা ঘটিয়ে থাকবেন তিনি যেমনটা ঘটালেন এবার ।





সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চে অভিনেতা জিৎ কে দেখা গেল লুঙ্গি ডান্স গানে নাচতে । তবে সাধারণ পোশাক নয় লুঙ্গি পড়ে নেচেছেন তিনি। আর তার সেই নাচ দেখে রীতিমতো হাসতে লু-টোপু-টি খাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী । সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে মন্তব্যের বন্যা । তার পাশাপাশি অনুরাগী মহলে ব্যা-পক ভাইরাল হয়েছে সেই ভিডিওটি।














