দুর্দান্ত সহজ পদ্ধতিতে বাড়িতেই চাষ করুন প্রচুর শসা! রইল ভিডিও সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- বর্তমানে যে হারে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তাতে অনেকেই বাড়িতে শাকসবজি চাষ করার পক্ষপাতিত্ব। এবং এই কাজ শুরু করে দিয়েছেন অনেকেই । বাড়ির ছোট জায়গার মধ্যে উপযুক্ত সার বা মাটি দিয়ে প্রয়োজনীয় ফসল ফলিয়ে লাভবান হচ্ছে অনেকে । আবার অনেকে বাড়ির ছাদের মধ্যে এ ধরনের ফসল ফলিয়ে থাকছে । খুব সহজ পদ্ধতিতে যেহেতু বাড়ির মধ্যে ফলানো যায় তাই বাজারে যাওয়ার বিশেষ দরকার পড়ে না ।




এই মুহূর্তে আপনাদের সামনে আমি বলতে চলেছি যে আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকলেও আপনি নিমিষের মধ্যে আপনার পছন্দের ফসলটি চাষ করতে পারবেন এবং এটি চাষ হবে একটি ছোট্ট টবে । আমাদের মধ্যে অনেকেই বাড়িতে শশা গাছ চাষ করতে খুব বেশি পছন্দ করি, কারণ শশা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই শশা গাছ চাষ করতে আমাদের মধ্যে অনেকেই পছন্দ করে থাকেন।




এই শশা গাছ চাষ করার জন্য আপনাকে বেশি ঘাম ঝরাতে হবে না অর্থাৎ বেশি পরিশ্রম করতে হবে না । প্রথমে নার্সারি থেকে কিছু উচ্চমানের শসা বীজ কিনে নিয়ে আসুন । তারপরে সেগুলিকে টবের মধ্যে প্রতিস্থাপন করুন । কিন্তু তার আগে টবের মাটি তৈরি করে রাখা দরকার । শসা সাধারণত দোআঁশ মাটিতে হয়ে থাকে । তাই ভালো করে দোআঁশ মাটির সাথে গোবর সার মিশিয়ে মাটি থেকে ঝুরঝুরে করে নিন । তারপর ওই মাটির মধ্যে শসা বীজ গুলি ভালো করে প্রতিস্থাপন করুন ।




শশা গাছ একটি লতানো গাছ তাই একটু বড় হলেই মাচা তৈরি করে রাখুন । যাতে শসা গাছটি পূর্ণতা পায় । খেয়াল রাখবেন শসা গাছের গোড়ায় যেন কোন আগাছা না জন্মায় । এর পাশাপাশি মাঝে মাঝেই সরিষা গাছের খোল পোড়া দিলে আরো তরতাজা হয়ে উঠবে । এরকম ভাবে বেশ কয়েক মাস যত্ন সহকারে লালন করলে আপনি উচ্চমানের শসা পেতে পারেন বাড়িতে বসে।











