শুকিয়ে যাওয়া খালের মধ্যে আটকিয়ে গিয়েছে বিরাট মাগুর মাছ, ২ যুবক অনেক ক’ষ্টে ধরল সেই মাছ, ব্যা’পক ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- আচ্ছা আপনি কি কখনো নিজের হাতে মাছ ধরেছেন? যদি ধরে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন তাঁর অভিজ্ঞতার অনুভূতি কেমন । কিন্তু যারা ধরেনি তাদেরকে বলতে হবে এটাই যে মাছ ধরা অত্যন্ত আনন্দ একটি কাজ ।তার পাশাপাশি অভিজ্ঞতা সঞ্চয় হয় কিছুটা । কখন টান দিলে মাছ উঠে আসবে কতক্ষণ জলের মধ্যে ছিপ ফেলে রাখতে হবে সেই ধরনের বিভিন্ন অভিজ্ঞতা ধীরে ধীরে সঞ্চয় হতে থাকে যদি আপনি নিজের হাতে মাছ ধরে ন ।





শহরাঞ্চলে এই ধরনের চিত্র একদমই দেখা যায় না বললেই চলে ।কিন্তু যদি আপনি গ্রামের দিকে একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন গ্রামের বড় বড় পুকুরে এমনকি ক্ষেতের ধারে জল যাওয়ার জন্য যে পথ তৈরী করে রাখা হয় যাকে আল বলা হয়ে থাকে সেখানে অব্দি ছোট ছোট মাছের চাষ হয়ে থাকে । বৃষ্টির জলের পুকুর যখন উ-পচে প-ড়ে তখন কিন্তু মাছের চাষ বেশ ভালো রকম ভাবে হয় । এবং এই চাষ গ্রামবাসীরা করে থাকে । পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু মনের আনন্দে সে মাছগুলি ধরে ।





বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রত্যেকে জানি শুধুমাত্র প্রতিভা পৃথিবীর আ-নাচে-কা-নাচে পৌঁছে যায় এমন কিন্তু নয় । গ্রামেগঞ্জে এমনকি প্রত্যন্ত গ্রামের কিছু অবাক করা কা-ন্ড আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । ঠিক যেমনটা জানলাম এইবার ।সম্প্রতি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ছ-ড়িয়ে প-ড়েছে ।





সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের খালে আ-টকে গে-ছে একটা বড় মাগুর মাছ জল কমে যাওয়াতেই মাছটি কোন কারণে পুনরায় নদীতে পৌছাতে পারেনি । এবং সে মাছটি নজরে আসে গ্রামের দুই যুবকের । তারা বয়সে ছোট হলেও অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন । তাই তারা দুজন মিলে বড় মাগুর মাছ ধরতে সক্ষম হয় এবং পরবর্তী ক্ষেত্রে অন্য জায়গায় নিয়ে যায় । ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও । এসেছে প্রচুর মন্তব্য ।














