দারুন কায়দায় দুর্দান্ত অঙ্গভঙ্গিতে যোগাসন করছেন জনপ্রিয় অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- কিছুদিন আগে বিবাহ ব-ন্ধনে আ-বদ্ধ হয়েছেন এই গায়িকা এবং তার কণ্ঠে রীতিমতো ম-ন্ত্রমুগ্ধ গোটা বাংলা । শুধুমাত্র বাংলা বললে ভুল হবে তার পাশাপাশি ভারতবর্ষজুড়ে রয়েছে তার বিশাল সংখ্যক অনুগামী সংখ্যা ।জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার নাম কেউ বলতে পারবেন? ঠিকই ধরেছেন আমি এই মুহূর্তে ‘ইমন চক্রবর্তীর’ কথা বলতে চলেছি । যাকে বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া সারেগামাপা মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছিল ।





নেট মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিল গায়ক শোভন গাঙ্গুলি সাথে তার প্রেমের সম্পর্কের কথা । কিন্তু অবশেষে মিউজিক ডিরেকটর নীলাঞ্জন ঘোষ এর সাথে বিবাহ ব-ন্ধনে আ-বদ্ধ হন তিনি । বেশ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছিল তার বিবাহ অনুষ্ঠান । সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেমিক শোভন গাঙ্গুলি । তবে এর পাশাপাশি গায়িকার অনেক গুণ রয়েছে সেগু-লি ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ।





আমরা দেখেছিলাম কিছুদিন আগে একটি নাচের ভিডিও প্রকাশ করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী । অর্থাৎ এই থেকে এমনটা বলা যেতেই পারে ইমন চক্রবর্তী গানের পাশাপাশি নাচ ও জানেন । কিন্তু সম্প্রতি যে ভিডিওটি তিনি প্রকাশিত করলেন সেটি তার জনপ্রিয়তা কে এবং তার গুণ সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল মানুষের কাছে ।





সম্প্রতি ইমন চক্রবর্তী কারো সাহায্য ছাড়াই শীর্ষাসন করেছেন এবং তার ছবি তুলে শেয়ার করেছেন তার অনুরাগলগীদের সাথে। আর তারপরে অনুগামীদের প্রশ্ন আসতে থাকে যে গায়িকা তাহলে যোগাসন ও করতে পারে? আজ্ঞে হ্যাঁ গায়িকা একদিকে গান অপরদিকে নাচ এবং তার সাথে সাথে শরীর চর্চা করে থাকেন । ইমন চক্রবর্তীর এই ধরনের গুণগুলি দেখে জেনে রীতিমত অ-বাক তার অনুগামীরা । ইতিমধ্যেই ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ।














