তিন নদীর মোহনায় নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল বালি বোঝাই বিশাল নৌকা! ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন ,:- আমরা যেমন যাতায়াতের জন্য বাস ট্রেন বা বিমানের ব্যবহার করে থেকে সর্বাধিক মাত্রায় বাংলাদেশ কিন্তু এসবের পাশাপাশি ব্যবহার করে থাকে নৌকো বা ট্রলার জাতীয় যানবাহনের কারণ বাংলাদেশে হচ্ছে নদীমাতৃক দেশ দেশটির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অজস্র নদীর গভীরতা বেশি কোন রকম গভীরতা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে দেখা যায় বড় বড় পর্বত আকৃতি জাহাজ নৌকোর ট্রলারের প্রচলন যার ফলে প্রতিনিয়ত সেই নৌকো কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুর্ঘ-টনা দখল করে খবরের শিরোনাম সম্প্রতি সে রকম একটি ঘটনা ঘটল মাধ্যমে ।




আমরা জানি যে মোহনার কাছে যেহেতু নদী এবং সমুদ্র মিলিত হয় তা সেখানে জলের পরিমাণ এবং গভীরতা অনেকটাই বেশি থাকে । তার পাশাপাশি খরস্রোতা হয় সে সমস্ত জায়গা গুলো । কিন্তু পূর্বের এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো থেকে আপনি নিশ্চিন্তে বলতে পারেন যে মানুষ কতটা সচেতন হবার পর এই ধরনের কর্মকাণ্ড সাথে জড়িত থাকতে পারে ।




সম্প্রতি যে ঘটনা সম্পর্কে আপনাদেরকে বিবরণ দিতে চলেছি সেই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক হতে পারত একেবারে চোখের সামনে দেখা গেল নৌকাডুবির ঘটনা ধীরে ধীরে সমুদ্রের জল দখল করে নিচ্ছে নৌকোর জায়গা কিন্তু তখনও পর্যন্ত সেই ট্রলার কে বাঁচানোর অদম্য চেষ্টা দেখা যাচ্ছে নাবিকদের মধ্যে ।।




সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে চাঁদপুর মোহনার কাছে একটি ট্রলার জলের স্রোতের কবলে পড়েছে । ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সে ট্রলারটি এক ফাঁকা ।কোনো যাত্রী নেই । শুধু আছে চালক । যার ফলে বি-পাকে পড়েছে তারা । মোহনা সামনে । কিভাবে জলের দা-পট সে-টিকে এলোমেলো করে দিচ্ছে সেটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন । যদিও নৌকাটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে । প্রশাসনকে এ ব্যাপারে সচেতন থাকা দরকার বলে মনে করছেন অনেকে। । এভাবে যাত্রা করা মোটেও সুবিধাজনক নয় ।



















