বিবাহবার্ষিকীতে রাজকে আ’দরে ভরিয়ে দিলেন শুভশ্রী, তৃতীয় বিবাহ বার্ষিকী আজ রাজশ্রীর, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- ঠিক তিন বছর আগে আজকের দিনে বাংলার জনপ্রিয় অভিনেত্রী মালাবদল করেছিল রাজ চক্রবর্তীর সাথে ।এবং সেই অভিনেত্রীকে সেটি আর নতুন করে বলার কোন অপেক্ষা রাখেনা ।বর্ধমানের মতন একটি শহর থেকে কলকাতায় পাড়ি দিয়েছিল নিজের স্বপ্ন পূরণের জন্য । বয়স তখন তার অল্প দুচোখে রয়েছে অজস্র স্বপ্ন ও ইচ্ছে । এবং সেই স্বপ্ন গুলোকে পূরণ করার তাগিদে তিনি পাড়ি দিয়েছিলেন কলকাতাতে ।





তারপর একের পর এক সং-গ্রাম ল-ড়াই অতিক্রম করে হতে পেরেছেন আজকের সবথেকে জনপ্রিয় একজন অভিনেত্রী । চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন । তারপর একের পর এক বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে রীতিমতো জয় করে দর্শকদের মন । তার অভিনয় দক্ষতা এতো নিখুত হয় যে প্রত্যেকেই তার অভিনয়ের প্রতি ম-ন্ত্রমুগ্ধ হয়ে যায় । তার পাশাপাশি তার মিষ্টি মুখের হাসি দেখে কু-পো-কা-ত হয়ে যায় তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ।





তিনটে বছর পেরিয়ে গেছে । কে-টে গেছে অনেকটা সময় । এর মধ্যে ক্রমশ পাল্টেছে আশেপাশে চিত্র । পরিচালক রাজ চক্রবর্তী থেকে বিধায়ক রাজ চক্রবর্তী হয়ে গেছে। শুভশ্রীও মন দিয়েছে কাজে । ইতিমধ্যে তাদের ঘর আলো করে এসেছে তাদের ছোট্ট ছেলে । তাদেরকে নিয়েই সময় কে-টে যায় তার আজকে বিশেষ দিনে স্মৃতি রোমন্থন করলেন এবং শুভশ্রী দুজনে ।





তিন বছর পূরণ হওয়ার জন্য আদরমাখা একটি ছবি শেয়ার করলেন শুভশ্রী । এর পাশাপাশি রাজু ছবি শেয়ার করে লিখেন যে শুভশ্রীর আমার সব থেকে ভালো বন্ধু সে আমাকে উপহার দিয়েছে ইউভণ কে । যার মুখ দেখলেই আমি পৃথিবীর সমস্ত য-ন্ত্রণা ভুলে যায় । দেখতে তিনটা বছর কাটিয়ে দিলাম । আরো অনেক বছর একসাথে কাটানোর অপেক্ষা । ইতিমধ্যে তাদের ছবি ভাইরাল হয়েছে সাইবার দুনিয়াতে । তার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রিয় অভিনেতা পরিচালক এবং অভিনেত্রী ।














