বলিউড অভিনেত্রীদের থেকেও কম সু-ন্দরী নয় প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ে, রইল তার নজরকাড়া ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- নব্বই দশক বা তার আগের সময়ে বাংলার অভিনয় জগতকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রী রা তাদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চ্যাটার্জীর । বাঙালি এই অভিনেতা প্রসেনজিৎ একের পর এক দু-র্ধর্ষ ছবিতে অভিনয় করে রীতিমতো মন জয় করেছে দর্শকদের তার পাশাপাশি সে যুগে সাদাকালো জামানা ছিল এবং সেই জামানা থেকে রঙিন দুনিয়াতে দর্শকদেরকে একত্রিতভাবে নিয়ে এসেছেন যারা তাদের মধ্যেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যতম ।





অজস্র সিনেমা রয়েছে তার অভিনীত করা । তবে বাইশে শ্রাবণ, অটোগ্রাফ, চলো পাল্টাই, ইত্যাদি সিনেমাগু-লি নতুন প্রজন্মকে একটা নতুন দিশা দেখিয়েছে এমনটা বলা যেতেই পারে । তার পাশাপাশি দুবছর আগে মুক্তি পাওয়া ‘জুলফিকার’ সিনেমাতেও তাকে অন্য একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে । সাধারণত নায়ক এর চরিত্রে অভিনয় করেন । তিনি তবে প্রসেনজিতের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী আজকে এই প্রতিবেদনের মাধ্যমে।





প্রসেনজিৎ চ্যাটার্জী প্রথম পক্ষের স্ত্রীর নাম হচ্ছে দেবশ্রী । অভিনয় জগতের থাকাকালীন একসাথে অনেকগুলো ছবিতে অভিনয় করেন । এবং তার পরই তাদের সম্পর্ক শুরু হয় । সম্পর্ক অবশ্যই পরিণত হয় বিয়েতে । কিন্তু যখন দেবশ্রী জাতীয় পুরস্কার পেলেন । তারপর প্রসেনজিৎ চ্যাটার্জী তাকে অভিনয় জগৎ থেকে সরে আসতে বলেছিলেন । যেটি দেবশ্রী মেনে নিতে পারেনি তাই তাদের মধ্যে চলতে থাকে ম-নোমা-লিন্য । এবং তাদের সম্পর্কের বি-চ্ছেদ ডি-ভোর্স হয় তাদের মধ্যে ।





তারপরে তার জীবন আছে অর্পিতা পাল । কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টে-কেনি । সেই পক্ষে রয়েছে একটি মেয়ে । যার নাম প্রেরণা । যাকে দেখলে আপনি ভাববেন যে সে নায়িকা থেকে কোনো অংশে কম যায়না। এখন নিজেই নিজের স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করছে তারা বাবার পরিচয় নয় বরং নিজের পরিচয় পেয়ে বাঁচতে চাইছে দ্বারা বাবার দেওয়া পদবী ও বর্জন করেছে প্রেরণা ।














